২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ’সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
>> প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা
>> চলতি অর্থবছরে ছিল ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
>> সংশোধিত বাজেটের আকার হয় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা
>> প্রস্তাবিত বাজেট সংশোধিত থেকে বেশি ৮০ হাজার ৬৪৯ কোটি
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২৭ অক্টোবর চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মদিনা ফ্লাইট। দিন-তারিখ নির্ধারণ করা হলেও সপ্তাহে কয়টি ফ্লাইট পরিচালনা করবে তা এখনো জানায়নি বিমান কর্তৃপক্ষ। সম্প্রতি এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে খুব শিগগিরই নতুন এই রুটের সিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রবাসীদের জন্য সুখবর আসছে বাজেটে। তাদের পাঠানো রেমিট্যান্সে প্রণোদনা দেয়া হবে। প্রবাসীরা বছরে যে পরিমাণ রেমিট্যান্স পাঠাবেন তার ওপর ২ শতাংশ হারে এ সুবিধা দেয়া হবে। আগামী বাজেটে এ বিষয়ে ঘোষণা থাকছে। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ২ হাজার ৮০০ কোটি টাকা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
Read more: রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা পাবেন প্রবাসীরা
তিনি বাংলাদেশ বিমানের একজন কান্ট্রি ম্যানেজার; কিন্তু বিমানের টিকিট ফ্রি দিতে তার কোনো কার্পণ্য নেই। প্রায় দুই হাজার ৪৭২টি টিকিট বিনা পয়সায় ইস্যু দেখিয়ে যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার প্রায় ১৬ কোটি টাকা আত্মসাৎ করেছেন।